Shooting spot of Harry potter-4


This cathedral was built in some time between 900 to 1000. (Photography by Khalid)





4 comments:

Aero River said...

ছবিগুলো কিসের? তা নিচে এক লাইন লিখে দিলে মনে হয় ভালো হতো।

aR
Bangla Hacks

Silent Music said...

To aR
এই ব্লগ ভ্রমন এবং মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন তবে এ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি বলে তা দেয়া হয়নি। এমনিই সব একত্রে ওই কেথিড্রালের দেয়াল এবং অন্যান্ন যায়গা থেকে নেয়া ছবি।
যে সব ছবির এই তথ্য পাবো তা অবশ্যই দেয়া হবে।

aR said...

একটু মতপার্থক্য প্রকাশ করি।
সব ছবিগুলো এমনি সব দেয়াল নয়। প্রথম ছবিটি কয়েকজন খ্রিস্টান সাধুর, দ্বিতীয় ছবিটি কোন একটা লেখার, তৃতীয় ছবিটি একটি মমির, চতুর্থ ছবিটি বাইবেল পড়ার জায়গা, পঞ্চম ছবিটি বোধহয় বেদী।
এভাবেও ক্যাপশন লেখা যায়। (আমি জানি, আপনি কিছু মনের করবেননা বলেই এভাবে পরামর্শ দিয়ে মন্তব্য করার সাহস পেয়েছি।)

ধন্যবাদ

aR
Bangla Hacks

TK2 said...

2 aR
আপনার অনুমান এক্কেবারে নির্ভুল। আসলে আমি আত্যান্ত চঞ্চল প্রকৃতির মানুষ বলে কোন কাজ স্থির ভাবে করতে পারি না। আর একটা ব্যাপার হোল গির্জার ভিতর যথেষ্ট আলো ছিলো না বলে আমি ভাল দেখতে পারছিলাম না, এদিকে আমার ট্রেনের সময় হয়ে আসছিলো তাই অনেক কিছুই আমার দৃষ্টি এড়িয়ে গেছে। যাক আপনার অনুমানের প্রশংসা না করলে অন্যায় হবে। পরবর্তিতে চেষ্টা করবো সঠিক ভাবে ক্যাপসন দেবার, কিন্তু আরো একটা সমস্যা কি জানেন, সে হোল ছবি যা আছে সব আমার নিজের তোলা নয়। তখন কি আর আমি জানতাম এমন উদ্দোগ নিব কোন দিন, তাহলেতো সব কিছু লিখে রাখতে পারতাম।
আপনার কাছে আমি প্রতি পদে পদে ঋনি হয়ে আছি, জানিনা কি ভাবে এই ঋন শোধ হবে।
ভালো থেকে এই ভাবে পরামর্শ দিয়ে যাবেন, আমার উদ্যোগ সফল হবে।

Post a Comment

 

Design and Maintain by: Bangla Hacks.